Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যধর্মান্তরণের অভিযোগ, সিবিআই ও এনআইএ-কে তদন্তের নির্দেশ

ধর্মান্তরণের অভিযোগ, সিবিআই ও এনআইএ-কে তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার: মালদহে জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগ।অনুসন্ধানের ভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-এর হাতে সঁপল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি ওই একই ঘটনায় তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-এর হাতেও তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।

ধর্মান্তরণের অভিযোগ, সিবিআই ও এনআইএ-কে তদন্তের নির্দেশ

মালদহের কালিয়াচকে জোর করে ধর্মান্তরণের অভিযোগ উঠেছে। পাশাপাশি, ওই ঘটনায় বিস্ফোরক সংক্রান্ত বিষয়ের যোগ থাকার অভিযোগও উঠেছে। তাই সিবিআই এবং এনআই-কে যৌথ ভাবে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে ওই ঘটনায়।মামলাকারীর পক্ষের আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস জানিয়েছেন, কালিয়াচকে দু’জন নিখোঁজ।

ধর্মান্তরণের অভিযোগ, সিবিআই ও এনআইএ-কে তদন্তের নির্দেশ

ওই দুই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি। অভিযোগ, ওই দু’জনের জোর করে ধর্মান্তরণ হয়েছে। অভিযোগ, কালিয়াচক থানার আইসি ওই ঘটনায় মদত দিয়েছেন। পাশাপাশি, ওই দুই ব্যক্তিকে বিস্ফোরক তৈরি সংক্রান্ত কোনও কাজে লাগানো হয়েছে। এই ঘটনার অনুসন্ধান করবে সিবিআই। পাশাপাশি তদন্ত করবে এনআইএ-ও।

Most Popular