Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্যভারতের অবস্থা অনেকটা শ্রীলঙ্কার মতোই, অর্থনীতি নিয়ে তোপ রাহুল গান্ধীর

ভারতের অবস্থা অনেকটা শ্রীলঙ্কার মতোই, অর্থনীতি নিয়ে তোপ রাহুল গান্ধীর

সংবাদ সংস্থা : শ্রীলঙ্কার সঙ্গে ভারতের অবস্থার তুলনা টানলেন কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধী। তিনি বলেন, ভারতের অবস্থাও শ্রীলঙ্কার মতো হতে চলেছে। নিজের বক্তব্যের সমর্থনে দুই দেশের অর্থনৈতিক একটি গ্রাফও টুইট করেন তিনি।টুইটে রাহুল গান্ধী লিখেছেন, ”নজর ঘুরিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে লাভ নেই। তাতে সত্যিটা বদলাবে না।’

ভারতের অবস্থা অনেকটা শ্রীলঙ্কার মতোই, অর্থনীতি নিয়ে তোপ রাহুল গান্ধীর

এরসঙ্গেই বেকারত্ব, জ্বালানি, অশান্তি এই তিন ক্ষেত্রে দুই দেশের তুলনামূলক ছয়টি গ্রাফ পোস্ট করেন। গ্রাফ অনুযায়ী ২০১৭ থেকে দুদেশেই বেকারত্ব বেড়েছে। যা সর্বোচ্চ মাত্রা ছুঁয়েছে ২০২০-এ। পেট্রোলের দামের ক্ষেত্রেও শ্রীলঙ্কা ও ভারতের গ্রাফ একইরকম। ২০১৭ সালে জ্বালানির দামের সূচক দুদেশেই ঊর্ধ্বগামী যা ২০২১ -এ সর্বোচ্চ সীমায়। তৃতীয় গ্রাফে দুদেশেই অশান্তি সর্বোচ্চ সীমায় ২০২০-২১ সালে।

Most Popular