Tuesday, April 23, 2024
spot_img
Homeরাজ্যপেলেন না রক্ষাকবচ, নিজাম প্যালেসে পার্থ

পেলেন না রক্ষাকবচ, নিজাম প্যালেসে পার্থ

স্টাফ রিপোর্টার: বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। এদিন সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। তদন্তে অসহযোগিতা করলে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করতে পারবে এমন নির্দেশও দেওয়া হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের পক্ষ থেকে।

পেলেন না রক্ষাকবচ, নিজাম প্যালেসে পার্থ

এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেই আবেদন নিয়ম মেনে দাখিল করা হয়নি বলে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়। ফলে তিনি মামলার নির্দেশ দেননি।হাইকোর্টে কোনও রক্ষা কবচ না পেয়ে তিনি আদালতের নির্দেশ মতো সিবিআই দফতরে হাজিরা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন।

পেলেন না রক্ষাকবচ, নিজাম প্যালেসে পার্থ

সেইমতো বিকেল ৪টে ৪৮ মিনিট নাগাদ তিনি বেরিয়ে পড়েন নাকতলার বাড়ি থেকে। আর ৫টা ৪০ মিনিট নাগাদ তিনি পৌঁছে যান নিজাম প্যালেসে সিবিআইয়ের কলকাতা দফতরে। পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করছেন সিবিআই-এর আধিকারিকরা।

Most Popular