Saturday, April 20, 2024
spot_img
Homeকলকাতাফাটল আরও দুটি বাড়িতে, আতঙ্কে বাসিন্দারা, রেলমন্ত্রীকে চিঠি অধীরের

ফাটল আরও দুটি বাড়িতে, আতঙ্কে বাসিন্দারা, রেলমন্ত্রীকে চিঠি অধীরের

স্টাফ রিপোর্টার : রাস্তাজুড়ে জিনিসপত্র পড়ে রয়েছে। স্টোভ, গ্যাস সিলিন্ডার, বাসনপত্র থেকে তোষক, বালিশ, ঠাকুরের ছবি, সিংহাসন, সোনার দোকানের যন্ত্রপাতি–সহ নানা গৃহসামগ্রী। এটাই এখন বউবাজারের দুর্গা পিতুরি লেনের ছবি। একাধিক বাড়িতে ফাটল আগেই দেখা দিয়েছিল। শুক্রবার আরও দুটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে খবর।

ফাটল আরও দুটি বাড়িতে, আতঙ্কে বাসিন্দারা, রেলমন্ত্রীকে চিঠি অধীরের

এই নিয়ে রেলমন্ত্রীকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরী।এই ঘটনা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে বহরমপুরের সাংসদ লেখেন, ‘‌কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের নির্দেশেই বউবাজার এলাকায় মাটির নীচে টানেল বোরিং মেশিনের গতিবিধির কারণেই বাড়িগুলিতে ফাটল ধরেছে। ওই এলাকার মানুষ ভীত–আতঙ্কিত। আমি আপনাকে এই ঘটনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানাচ্ছি।

ফাটল আরও দুটি বাড়িতে, আতঙ্কে বাসিন্দারা, রেলমন্ত্রীকে চিঠি অধীরের

কতটা বিপদ হয়েছে তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসার জন্য অনুরোধও জানাচ্ছি।যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, তাঁরা সেখানকার বাসিন্দাদের পাশেই রয়েছেন। ৮৭ জনকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

Most Popular