Thursday, April 25, 2024
spot_img
Homeজেলানলকূপের দাবিতে নামখানার গ্রামে বিক্ষোভ মহিলাদের

নলকূপের দাবিতে নামখানার গ্রামে বিক্ষোভ মহিলাদের

রবীন্দ্রনাথ মণ্ডল ও অমিত মণ্ডল, নামখানা:
নলকূপের দাবিতে বুধবার দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর এলাকায় বিক্ষোভ দেখান মহিলারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাধানগর এলাকায় একটি নলকূপ খারাপ হয়ে পড়ে রয়েছে। যার দরুন বহু দূরে গিয়ে জল আনতে হয়।

নলকূপের দাবিতে নামখানার গ্রামে বিক্ষোভ মহিলাদের

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বারবার আবেদন জানিয়েও এখনও অব্দি কোনও সুরাহা হয়নি। প্রতিশ্রতি মিলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তীব্র গরমে পুকুরের জল শুকিয়ে গিয়েছে। ভবিষ্যতে সুরাহা না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান।

নলকূপের দাবিতে নামখানার গ্রামে বিক্ষোভ মহিলাদের

এ বিষয়ে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা পূর্ণিমা ঘোড়াই জানান, প্রায় ১৫ দিন আগে ওই জায়গার নলকূপটি সারানো হয়েছিল। কিন্তু তার পরেও নলকূপটি বিকল হয়ে যায়। তাই আমরা ঠিক করেছি, ওই জায়গায় শীঘ্রই একটি নতুন নলকূপ বসানো হবে। তবে ওই এলাকায় ২০০ মিটারের মধ্যে দু’টি নলকূপ রয়েছে। যতটা পানীয় জলের সমস্যা বলা হয়েছে, ততটা নেই ওখানে।

Most Popular