Friday, April 19, 2024
spot_img
HomeUncategorizedস্টাম্প আর ক্যাচ ধরে অনন্য নজির ঋদ্ধির

স্টাম্প আর ক্যাচ ধরে অনন্য নজির ঋদ্ধির

সংবাদ সংস্থা : ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। আইপিএলের প্রথম দিকের ম্যাচেও তিনি সুযোগ পাননি। কিন্তু সুযোগ পাওয়ার পর থেকেই কখনও ব্যাট হাতে, কখনও উইকেটের পিছনে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করে চলেছেন ঋদ্ধিমান সাহা। সেই সঙ্গে তিনি গড়ে ফেলেছেন নয়া নজিরও।আইপিএলের ইতিহাস প্রথম উইকেটকিপার হিসেবে দু’বার এক ইনিংসে ৪ বা তার বেশি আউটের পিছনে বড় ভূমিকা নিয়েছেন ঋদ্ধি।

স্টাম্প আর ক্যাচ ধরে অনন্য নজির ঋদ্ধির

কেকেআর-এর বিরুদ্ধে ৪টি দুরন্ত ক্যাচ ধরেছিলেন। আর মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২টি ক্যাচ ধরেন এবং ২টি স্টাম্পিং করেন ঋদ্ধি। এই নজির মহেন্দ্র সিং ধোনি বা ঋষভ পন্তেরও নেই।লখনউয়ের জার্সিতে ঋদ্ধি ব্যাট হাতেও নিরাশ করেননি। ওপেন করতে নেমে ৭ ম্যাচে ৩৫.০০ গড়ে ২১০ রান করে ফেলেছেন। ২টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। তা ছাড়া কিপার হিসেবেও দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বাংলার তারকা কিপার।

Most Popular