Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্যপ্রসূতি মৃত্যু কমাতে পোস্টপার্টাম কেয়ার ইউনিট চালুর সিদ্ধান্ত স্বাস্থ্যদপ্তরের

প্রসূতি মৃত্যু কমাতে পোস্টপার্টাম কেয়ার ইউনিট চালুর সিদ্ধান্ত স্বাস্থ্যদপ্তরের

স্টাফ রিপোর্টার : রাজ্যের সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজে পোস্টপার্টাম কেয়ার ইউনিট চালু করার সিদ্ধান্ত স্বাস্থ্যদপ্তরের।প্রসবের পর সদ্যোজাত ও প্রসূতির মৃত্যুর শঙ্কা কমাতে এই উদ্যোগ স্বাস্থ্যদপ্তরের।প্রসবের পর বিভিন্ন কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। মাত্রাতিরিক্ত রক্তক্ষরণের ফলে সেপসিস তো বটেই, নিয়ন্ত্রণ না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে প্রসূতির।

প্রসূতি মৃত্যু কমাতে পোস্টপার্টাম কেয়ার ইউনিট চালুর সিদ্ধান্ত স্বাস্থ্যদপ্তরের

এমন ঘটনা যে শুধুমাত্র সিজারের জন্য হবে তা নয়। বিশেষজ্ঞদের অভিমত, স্বাভাবিকভাবে শিশুর জন্মের পরেও এমন ঘটনা ঘটে। বিভিন্ন হাসপাতালে এমন ঘটনা বারবার ঘটায় রীতিমতো চিন্তায় বিশেষজ্ঞরা। তাই সমস্যা নিয়ন্ত্রণে কোমর বেঁধে নেমেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। সব সরকারি হাসপাতালে পোস্টপার্টাম এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল স্বাস্থ্যদপ্তর।

Most Popular