Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যপাকিস্তানি হিন্দুদের নিয়ে অধীরের চিঠি শাহকে

পাকিস্তানি হিন্দুদের নিয়ে অধীরের চিঠি শাহকে

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন কংগ্রেসের লোকসভার বিরোধী নেতা অধীর চৌধুরী।বুধবার শাহকে পাঠানো চিঠিতে অধীর লেখেন, ‘২০১৮ সাল এবং পরে ২০২১ সালে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের হিন্দু, খ্রিষ্টান, শিখ, পার্সি, জৈন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা নাগরিকত্ব নিয়ে এ দেশে আসতে পারেন।

পাকিস্তানি হিন্দুদের নিয়ে অধীরের চিঠি শাহকে

কিন্তু ওই প্রক্রিয়া এতটাই ধীর লয়ে চলছে যে, বিড়ম্বনার মুখে পড়ে পাকিস্তানে ফিরে গিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। অধীরের দাবি, সবচেয়ে খারাপ ব্যাপার হল, এই মানুষগুলো পাকিস্তানে ফিরে যাওয়ার পর সে দেশের এজেন্সির মাধ্যমে ভারতের বদনাম করা হচ্ছে।’ চিঠিতে তিনি আরও লেখেন, ‘অনলাইন পোর্টালের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি হওয়ায় বিপদে পড়েছেন ধর্মের কারণে পীড়িত হয়ে এ দেশের নাগরিকত্ব চাওয়া মানুষজন। এই প্রেক্ষিতে কার্যকরী পদক্ষেপ করতে শাহকে আবেদন করেছেন তিনি।

Most Popular