Tuesday, April 23, 2024
spot_img
Homeরাজ্যরান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে তোপ রাহুলের

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে তোপ রাহুলের

সংবাদ সংস্থা : রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ কংগ্রেস জমানায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দামের সঙ্গে বর্তমানে গ্যাসের দামের তুলনা টেনেছেন রাহুল ৷রবিবার টুইটারে তিনি লেখেন, “2014 সালে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকার সময়ে এলপিজি সিলিন্ডারের দাম ছিল 410 টাকা, ভর্তুকি মিলত 827 টাকা ৷

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে তোপ রাহুলের

2022 সালে বিজেপি জমানায় এলপিজি সিলিন্ডারের দাম 999 টাকা, অথচ ভর্তুকি মিলছে শূন্য ৷ অর্থাৎ এখনকার একটি সিলিন্ডারের দামে তখন দুটি সিলিন্ডার মিলত ৷” এই প্রসঙ্গে নিজের দলের প্রশংসা করেছেন রাহুল গান্ধি ৷টুইটে রাহুল লিখেছেন, “শুধুমাত্র কংগ্রেসই দেশের গরীব ও মধ্যবিত্ত পরিবারের কথা ভাবে ৷ এটাই আমাদের আর্থিক নীতির মূলে রয়েছে ৷”

Most Popular