Wednesday, April 17, 2024
spot_img
HomeUncategorizedটি-টোয়েন্টিতে শীর্ষে রোহিতের ভারত

টি-টোয়েন্টিতে শীর্ষে রোহিতের ভারত

সংবাদ সংস্থা : ভারতীয় দলের দায়িত্ব রোহিত শর্মার হাতে যাওয়ার পর ঘরের মাঠে সীমিত ওভারে ধরা দিয়েছে সাফল্য ৷ স্বাভাবিকভাবে সেই সাফল্যে ধরা পড়ল আইসিসি-র বার্ষিক ক্রমতালিকাতেও ৷ বুধবার তিনটে ফরম্যাটের বার্ষিক ক্রমতালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ তাতে টি-20 র‌্যাঙ্কিংয়ে আধিপত্য বজায় রেখেছে ভারত ৷

টি-টোয়েন্টিতে শীর্ষে রোহিতের ভারত

আইসিসি ক্রমতালিকায় 2021-22 মরসুমে টি-টোয়েন্টিতে শীর্ষে রোহিতের ভারত ৷ঘরের মাঠে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত বাহিনীর দুর্দান্ত প্রদর্শনে ক্রমতালিকার এক নম্বরে উঠে এসেছে ভারত ৷ রেটিং পয়েন্ট 265 ৷ অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও অস্ট্রেলিয়ার স্থান পঞ্চমে ৷ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ৷টেস্ট ফরম্যাটে অবশ্য অস্ট্রেলিয়ার পিছনেই রয়েছে ভারত ৷ নয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে 128 রেটিং নিয়ে এক নম্বর স্থানে ব্যাগি গ্রিনরা ৷ যদিও ওডিআই ফরম্যাটে পয়লা নম্বর দল নিউজিল্যান্ড ৷105 রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারত৷

Most Popular