Thursday, March 28, 2024
Homeরাজ্যপাটশিল্প নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক বস্ত্রমন্ত্রকের

পাটশিল্প নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক বস্ত্রমন্ত্রকের

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের পর, পাট শিল্প সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে দিল্লিতে সোমবার বস্ত্রমন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক করলেন সাংসদ অর্জুন সিং।এদিন বৈঠক সেরে তিনি জানান, পাটশিল্পের সমস্যা সমাধানে আগামী ৯ মে দিল্লিতে ফের বৈঠকের ডাক দিয়েছে বস্ত্রমন্ত্রক। ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নেবে বস্ত্রমন্ত্রক, রাজ্য সরকার এবং পাটশিল্পের সঙ্গে জড়িত প্রতিনিধিরা।

পাটশিল্প নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক বস্ত্রমন্ত্রকের

ওই বৈঠকেই সমস্যা মিটবে বলে আশা। আগামী ৯মে পর্যন্ত কোনও আন্দোলন যে হবে না তা জানিয়েছেন অর্জুন সিং। তবে বৈঠক ফলপ্রসূ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন বারাকপুরের বিজেপি সাংসদ।এদিকে একই দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন। ৪ মে তাঁদের আন্দোলন কর্মসূচি রয়েছে।

পাটশিল্প নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক বস্ত্রমন্ত্রকের

রাজনৈতিক জল্পনা বাড়িয়ে, সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন অর্জুন সিং।তবে জানা গিয়েছে, ৪ মে তৃণমূলের আন্দোলন মঞ্চে যাবেন না অর্জুন সিং। ৯ মে পর্যন্ত অপেক্ষার করার বার্তা দিয়েছেন বারাকপুরের সাংসদ।

Most Popular