Thursday, April 25, 2024
spot_img
Homeদেশশাওমির থেকে ৫ হাজার ৫১১ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি

শাওমির থেকে ৫ হাজার ৫১১ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি

সংবাদ সংস্থা : বেআইনি বিদেশি মুদ্রা লেনদেনের অভিযোগে স্মার্টফোন চিনা সংস্থা শাওমি ইন্ডিয়ার ৫ হাজার ৫৫১ কোটি টাকা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।এক বিবৃতিতে ইডি জানিয়েছে,স্মার্টফোন নির্মাণকারী সংস্থাটি ২০১৪ সালে ভারতে তাদের কাজ শুরু করে। ২০১৫ সাল থেকে তারা বিদেশে টাকা পাঠাতে শুরু করে।৫হাজার ৫৫১ কোটি টাকা তিনটি বিদেশি সংস্থাকে পাঠিয়েছে তারা।

শাওমির থেকে ৫ হাজার ৫১১ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি

এর মধ্যে ছদ্মনামে একটি সংস্থা শাওমিরই নিজস্ব। রয়্যালটির নামে ওই টাকা পাঠানো হয়েছিল।বিবৃতিতে ইডি-র দাবি, ‘বিভিন্ন ভুয়ো নথি তৈরি করে বিদেশি সংস্থাগুলিকে অর্থ প্রেরণ করা হয়েছে। বৈদেশিক মুদ্রা পাঠানোর সময় বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যও দিয়েছে স্মার্টফোন সংস্থাটি। এমনকি যে সংস্থাগুলিকে টাকা পাঠানো হয়েছে, সেই সংস্থাগুলি থেকে কোনও পরিষেবাই নেয়নি শাওমি।’

Most Popular