Tuesday, April 16, 2024
spot_img
Homeরাজ্যমুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

স্টাফ রিপোর্টার : মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। আদালত সূত্রে খবর, দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার অবসরপ্রাপ্ত এক কর্মী, অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পেনশন প্রকল্প চালির দাবিতে মামলা করেন। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এই মামলায় গত বছর সেপ্টেম্বরে নির্দেশ দেন,

মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

এই বিষয়ে কী করা যায় তা নিয়ে পরিবহণ সচিব ও অর্থসচিবের সঙ্গে আলোচনা করে মুখ্যসচিব বিস্তারিত পরিকল্পনা তৈরি করবেন। অভিযোগ, ৮ মাস কেটে গেলেও সেই নির্দেশ মানা হয়নি। তার প্রেক্ষিতেই আদালত রাজ্যের মুখ্যসচিব, পরিবহণ দফতরের সচিব এবং অর্থসচিবের বিরুদ্ধে এই রুল জারি করল আদালত। আদালতের নির্দেশ কেন মানা হয়নি, তা আগামী ২০ মে-র মধ্যে মুখ্যসচিবকে জানাতে বলা হয়েছে।

Most Popular