Thursday, April 25, 2024
spot_img
Homeজেলাবারুইপুরে দু'দিনে ভ্রাম্যমাণ লোক আদালতে ৩০০ মামলার নিষ্পত্তি

বারুইপুরে দু’দিনে ভ্রাম্যমাণ লোক আদালতে ৩০০ মামলার নিষ্পত্তি

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বুধ ও বৃহস্পতিবার বারুইপুর পুলিশ জেলার ট্রাফিক বিভাগ এবং দক্ষিণ ২৪ পরগনা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ লোক আদালতের ব্যবস্থা হয়। এই আদালতে ট্রাফিক সংক্রান্ত প্রায় তিনশো মামলার নিষ্পত্তি হয়েছে। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা বিচারপতি অমিত চট্টোপাধ্যায়, ডিএলএসএ-র সেক্রেটারি শুভ্রকান্তি ধর, ডিএসপি (ট্রাফিক) সৌম্যশান্ত পাহাড়ি।

বারুইপুরে দু'দিনে ভ্রাম্যমাণ লোক আদালতে ৩০০ মামলার নিষ্পত্তি

বারুইপুরের ট্রাফিক বিভাগের উদ্যোগে দু’দিন ধরে এই ভ্রাম্যমাণ লোক আদালত প্রায় তিনশো মামলার নিষ্পত্তি করে। ট্রাফিক কেস, জরিমানা, এইসব ক্ষেত্রে মানুষ এই ভ্রাম্যমাণ লোক আদালতে তাঁদের কাজ সেরে নিতে পারলেন। আলিপুর আদালতে যেতে হলে দক্ষিণ ২৪ পরগনার মানুষের অনেক অর্থ ও সময় ব্যয় হয়। তাই ভ্রাম্যমাণ লোক আদালতে খুশি এলাকার মানুষজন। তাঁরা আরও ভ্রাম্যমাণ লোক আদালতের ব্যবস্থা করার দাবি জানান।

Most Popular