Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্য‘মদের দাম না কমিয়ে পেট্রোপণ্যে কর কমান’, বিরোধী রাজ্যগুলিকে নিশানা কেন্দ্রের

‘মদের দাম না কমিয়ে পেট্রোপণ্যে কর কমান’, বিরোধী রাজ্যগুলিকে নিশানা কেন্দ্রের

সংবাদ সংস্থা : বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের দখলে থাকা একাধিক রাজ্যকে পেট্রল-ডিজেলের উপর চাপানো ভ্যাট কমাতে অনুরোধ জানিয়েছিলেন।যদিও প্রধানমন্ত্রীর সেই পরামর্শ সরাসরি নাকচ করিয়ে দিয়েছেন এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। এবার এই নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মুখ খুলেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।

‘মদের দাম না কমিয়ে পেট্রোপণ্যে কর কমান’, বিরোধী রাজ্যগুলিকে নিশানা কেন্দ্রের

বৃহস্পতিবার তিনি বলেন, ”বিরোধী শাসিত রাজ্যগুলি যদি বিদেশে মদে শুল্ক না কমিয়ে পেট্রল-ডিজেলে কর কমাত, তাহলে পেট্রল-ডিজেল সস্তায় পাওয়া যেত।” পুরীর বক্তব্য, মহারাষ্ট্র ও রাজস্থান সরকার যেখানে পেট্রলে লিটারপ্রতি ৩২.১৫ টাকা এবং ২৯.১০ টাকা কর নেয়, সেখানে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ পেট্রলে কর নেয় মাত্র ১৪ টাকা ৫১ পয়সা এবং ১৬ টাকা ৫০ পয়সা।”

Most Popular