Thursday, March 28, 2024
Homeদেশ'ভারত এ বার তার নিজের স্বার্থ দেখবে, কারও অনুমোদন চাই না': জয়শঙ্কর

‘ভারত এ বার তার নিজের স্বার্থ দেখবে, কারও অনুমোদন চাই না’: জয়শঙ্কর

সংবাদ সংস্থা : ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার সঙ্গে সখ্য বজায় না রাখার জন্য ইতিমধ্যেই ভারতকে ‘বার্তা’ দিয়েছে আমেরিকা।এই প্রেক্ষিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার বলেন,‘‘স্বাধীনতার ৭৫ বছরে ভারত এমন এক সন্ধিক্ষণে রয়েছে, যেখানে অন্য মহল থেকে অনুমোদন নেওয়ার প্রয়োজনীয়তার ধারণাটিই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।

'ভারত এ বার তার নিজের স্বার্থ দেখবে, কারও অনুমোদন চাই না': জয়শঙ্কর

ভারত এ বার তার নিজের স্বার্থ দেখবে। বিশ্বকে আর তুষ্ট করার চেষ্টা করবে না।আমাদের আর কারও অনুমোদনের প্রয়োজন নেই।’’

Most Popular