Friday, March 29, 2024
Homeরাজ্যবিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে মমতাকে নিশানা শুভেন্দুর

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে মমতাকে নিশানা শুভেন্দুর

স্টাফ রিপোর্টার : সিইএসসি এলাকায় বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। যা গ্রাহকদের না জানিয়ে করা হয়েছে বলে অভিযোগ।এবার এই বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।টুইটে তিনি বলেছেন, কলকাতা ও সন্নিহিত এলাকায় সিইএসসির ৩২ লক্ষ গ্রাহক রয়েছে।

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে মমতাকে নিশানা শুভেন্দুর

কোনও গ্রাহককেই এই দাম বৃদ্ধির কথা জানানো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আশীর্বাদেই সিইএসসির এই ধরনের আচরণ বলে অভিযোগ করেছেন তিনি। টুইটে তিনি আরও বলেছেন, কলকাতায় বছরে বিদ্যুতের চাহিহা প্রায় ২০,০০০ মিলিয়ন ইউনিট। এর সঙ্গে প্রত্যেক ধাপে বৃদ্ধি ০.৩০ টাকা করে ধরলে বাৎসরিক প্রায় ছশো কোটি টাকা বাড়তি ঘরে তুলবে।

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে মমতাকে নিশানা শুভেন্দুর

তবে কোম্পানিরা লাভ ছাড়াও সংস্থার সঙ্গে যুক্ত সুবিধাভোগীরাও এর সুবিধা পাবেন বলেও মন্তব্য করেছেন তিনি।

Most Popular