Friday, March 29, 2024
Homeরাজ্যউত্তরপ্রদেশে ১৭ হাজার ধর্মীয় স্থান থেকে সরল লাউডস্পিকার

উত্তরপ্রদেশে ১৭ হাজার ধর্মীয় স্থান থেকে সরল লাউডস্পিকার

সংবাদ সংস্থা : আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, সে রাজ্যে ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহার করা যেতে পারে তবে তা অনুমতি সাপেক্ষে। সেই সঙ্গে যোগী এও বলেন যে, লাউডস্পিকারের আওয়াজ যেন বাইরে না যায়। তারপরই লাউডস্পিকার নিয়ে পদক্ষেপ করল যোগী প্রশাসন।জানা যাচ্ছে, সে রাজ্যের প্রায় ১৭ হাজার ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার নামানো হয়েছে।

উত্তরপ্রদেশে ১৭ হাজার ধর্মীয় স্থান থেকে সরল লাউডস্পিকার

ধর্মীয় স্থানগুলোতে যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা নিজেরাই এই পদক্ষেপ করেছেন। এছাড়াও ১২৫টি জায়গা থেকে লাউডস্পিকার সরানো হয়েছে, একথা জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার। রাজ্যে যাতে সুষ্ঠুভাবে নমাজ পাঠ করা যায়, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন এডিজি। তিনি জানিয়েছেন, লাউডস্পিকার নিয়ে ৩৭ হাজার ৩৪৪ জন ধর্মীয় নেতার সঙ্গে আলোচনা হয়েছে।

Most Popular