Thursday, April 25, 2024
spot_img
HomeUncategorizedইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হলেন বেন স্টোকস

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হলেন বেন স্টোকস

সংবাদ সংস্থা : ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হলেন বেন স্টোকস। বৃহস্পতিবার ইসিবি-র তরফ থেকে এই ঘোষণা করা হল।অ্যাশেজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে হার। খারাপ পারফরম্যান্সের দায় নিয়ে সরে দাঁড়িয়েছিলেন জো রুট। তাঁর জায়গায় এ বার থেকে দলকে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার।নতুন দায়িত্ব নেওয়ার পর স্টোকস বলেন, “ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব দেওয়া আমার কাছে বিরাট সম্মানের ব্যাপার।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হলেন বেন স্টোকস

আসন্ন সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।” ব্যর্থতার দায় নিয়ে গত ১৫ এপ্রিল সরে দাঁড়িয়েছিলেন রুট। দলের এক নম্বর ব্যাটারের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হেরে গিয়েছিল সাহেবরা। যদিও স্টোকস কিন্তু তাঁর প্রাক্তন অধিনায়ককে ধন্যবাদ জানালেন। নতুন নেতা যোগ করেন, “ইংল্যান্ড ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জো রুট দারুণ কাজ করেছে।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হলেন বেন স্টোকস

সেটা ক্রিকেট দুনিয়ার কাছে প্রমাণিত। নেতা হিসেবে আমাদের সাজঘরকে সবসময় উজ্জীবিত করেছে। এবং আমার নেতৃত্বেও রুট ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

Most Popular