Friday, April 19, 2024
spot_img
Homeদেশনবীন ও বিরল গোষ্ঠীর নক্ষত্র আবিষ্কারে ভারতীয় বিজ্ঞানীরা

নবীন ও বিরল গোষ্ঠীর নক্ষত্র আবিষ্কারে ভারতীয় বিজ্ঞানীরা

সংবাদ সংস্থা : অতি দূর আকাশের নবীন প্রজন্মের নক্ষত্রদের সন্ধান দিলেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা ৷ এই নক্ষত্রগুলি বিরল ৷ একে অপরের সঙ্গে যুক্ত হয়ে এরা আস্তে আস্তে বড় নক্ষত্রে পরিণত হচ্ছে ৷ মহাকর্ষ বলের প্রভাবে মহাজাগতিক বস্তুগুলির সংযুক্তিকরণও এর অন্যতম কারণ ৷ এই গবেষণা করেছেন আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ বা টিআইএফআর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বা আইআইএ-র বিজ্ঞানীরা ৷

নবীন ও বিরল গোষ্ঠীর নক্ষত্র আবিষ্কারে ভারতীয় বিজ্ঞানীরা

নক্ষত্র আবিষ্কারের আন্তর্জাতিক প্রচেষ্টার অংশীদার এই ভারতীয় সংস্থাগুলির জ্যোতির্বিজ্ঞানীরা ৷নক্ষত্র গঠনের এই মহাজাগতিক প্রক্রিয়ায় নক্ষত্রগুলির খাওয়ার পরিমাণ ক্রমশ বাড়তে থাকে ৷ এই পর্যায়ে নক্ষত্রগুলির ঔজ্জ্বল্য প্রায় 4-6 গুণ বেড়ে যায় ৷ এরকমই 25টি বিরল গোষ্ঠীর তারাদের আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা ৷

Most Popular