Thursday, April 25, 2024
spot_img
Homeজেলাজেলে থাকলেই ভালো, হাসপাতালে মেরে ফেলা হতে পারে অনুব্রতকে: দিলীপ

জেলে থাকলেই ভালো, হাসপাতালে মেরে ফেলা হতে পারে অনুব্রতকে: দিলীপ

স্টাফ রিপোর্টার : রুপাচার মামলায় বারংবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নোটিশ দিয়েছে সিবিআই। কিন্তু প্রতিবারই শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে সিবিআই-এর দফতরে গরহাজির থেকেছেন তিনি। এমনকি হাসপাতালে ভর্তিও হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। গত শনিবার ষষ্ঠবারের জন্য তলব করা হয় তাঁকে।

জেলে থাকলেই ভালো, হাসপাতালে মেরে ফেলা হতে পারে অনুব্রতকে: দিলীপ

কিন্তু সেদিনও তদন্তকারীদের সামনে উপস্থিত হননি অনুব্রত। এদিন অনুব্রতকে নয়া পরামর্শ দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘জেলই ওঁর জন্য তূলনামূলক ভাবে নিরাপদ। তাই সুযোগ পেলে তার সদ্ব্যবহার করা উচিত।’’ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি বলেন, “জেলে থাকলে ঠিক আছে, হাসপাতালে থাকলে বেঁচে থাকার সম্ভাবনা কম। আমার মনে হচ্ছে তথ্যপ্রমাণ লোপাটের জন্য এনি হাউ তাঁকে মেরে ফেলা হতে পারে।” যদিও এই বিষয়ে অনুব্রতর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Most Popular