Tuesday, April 23, 2024
spot_img
Homeজেলাছুটির অবসরে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন নামখানার বিডিও

ছুটির অবসরে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন নামখানার বিডিও

রবীন্দ্রনাথ মন্ডল ও অমিত মন্ডল, নামখানা : বছর দুয়েক আগে নামখানার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসেবে দায়িত্বভার নিয়েছেন তিনি।এরপর থেকে একের পর এক ধাক্কা তাঁকে সামলাতে হয়েছে। মূলত প্রাকৃতিক বিপর্যয়ে বারবার বিধ্বস্ত হয়েছে সুন্দরবন এলাকা। বাদ পড়েনি নামখানা। সেই সময় তাঁর ভূমিকা ছিল অভিভাবকের মতো।

ছুটির অবসরে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন নামখানার বিডিও

এলাকাবাসীর দুঃখ ও কষ্টের কথা শুনলেই ছুটে যেতেন তিনি। কখন ইয়াশ ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া মহিলার ঘর নিজের হাতে সারানোর চেষ্টা করেছেন। আবার কখনও কেউ বিপদে পড়েছে শুনলে তিনি পাশে গিয়ে দাঁড়িয়েছেন। প্রশাসনিক কাজের পাশাপাশি সামাজিক কাজে সর্বক্ষণই তিনি নিজেকে ব্যস্ত রাখেন। এমনকি ছাত্র-যুবকদের অনলাইন গেম থেকে সবুজ ঘাসের মাঠে ফেরাতে, তিনি নিজেই ক্রিকেটের ব্যাট হাতে মাঠে নেমেছেন।

ছুটির অবসরে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন নামখানার বিডিও

এছাড়াও দুই বছর পর স্কুল খুললে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান ক্ষতিয়ে দেখতে ক্লাসও নিয়েছেন। তিনি হলেন নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর। এবারও অন্যথা হল না। সামনে খুশির ঈদ কিন্তু অনেকেই খুব কষ্টে রয়েছেন। এই খুশির ঈদে নতুন জামা কাপড় কেনার তাঁদের সামর্থ্য নেই। আর তাই ওই মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর।

ছুটির অবসরে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন নামখানার বিডিও

রবিবার অবসর সময়ে তিনি নামখানার নারায়ণপুর ও রাজনগর গ্রামে গিয়ে ১০ জন প্রতিবন্ধীর হাতে এক ঝুড়ি করে ফল ও জামা কাপড় তুলে দেন। এমনকি তিনি তাঁদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। এবিষয়ে নারায়নপুরের এক বাসিন্দা বলেন,” ব্লকের একজন সর্বময় কর্তা হয়েও তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এলাকাবাসী হিসেবে আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।” তবে নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর জানান, “মানুষের পাশে দাঁড়াতে আমার সবসময় ভালো লাগে।

ছুটির অবসরে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন নামখানার বিডিও

একটু সময় পেলেই আমি মানুষের পাশে গিয়ে দাঁড়াই। রবিবার ছুটি থাকায় অবসর সময় পেয়েছিলাম। সামনে রমজান মাস, তাই দুঃস্থ কিছু মানুষের জন্য ফল ও জামা কাপড় নিয়ে গিয়েছিলাম। ভবিষ্যতে আরও বেশি করে যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি সেই চেষ্টাই করবো।”

Most Popular