Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যবাড়ছে ম্যালেরিয়া-ডেঙ্গু, সতর্ক স্বাস্থ্যভবন

বাড়ছে ম্যালেরিয়া-ডেঙ্গু, সতর্ক স্বাস্থ্যভবন

স্টাফ রিপোর্টার : বর্ষার আগেই স্বাস্থ্যদপ্তর ও কলকাতা পুরসভায় মশাবাহিত রোগ নিয়ে শুরু হয়েছে তৎপরতা।ডেঙ্গু, ম্যালেরিয়া, এমনকী, কালাজ্বর নিয়েও গ্রীষ্মের শুরুতেই সতর্ক স্বাস্থ্যভবন। মশাবাহিত রোগ নিয়ে একটি বৈঠকের পর ঠিক হয়েছে, মশাপ্রবণ সব ক’টি এলাকায় এবার থেকে বাড়ি বাড়ি ঘুরে পরীক্ষা করবেন স্বাস্থ্যকর্মীরা।

বাড়ছে ম্যালেরিয়া-ডেঙ্গু, সতর্ক স্বাস্থ্যভবন

সার্ভের এলাকা নিয়ে একটি তালিকাও তৈরি হয়েছে।এ নিয়ে স্বাস্থ্যভবনের শীর্ষস্থানীয় কর্তারা সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং কলকাতা-সহ বিভিন্ন পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটি ভিডিও বৈঠক করেন। সেই বৈঠকে স্বাস্থ্যকর্তারা নির্দেশ দিয়েছেন, মশাবাহিত অসুখে রাশ টানতে এখন থেকেই তৎপর হতে হবে সব পক্ষকে।

Most Popular