Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্য‘অভিজ্ঞতা’ বিতর্কে জবাব সুকান্তর, সুর বদল দিলীপের

‘অভিজ্ঞতা’ বিতর্কে জবাব সুকান্তর, সুর বদল দিলীপের

স্টাফ রিপোর্টার : পাশাপাশি বসে বৈঠক করলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার।রবিবার মেদিনীপুর শহরে বিজেপির তিন সাংগঠনিক জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও ঘাটালের নেতাদের নিয়ে বৈঠক ছিল। সেখানেই উপস্থিত ছিলেন দিলীপ ও সুকান্ত। ‘সুকান্তর অভিজ্ঞতা কম’ বলে মন্তব্য করেছিলেন দিলীপ।

‘অভিজ্ঞতা’ বিতর্কে জবাব সুকান্তর, সুর বদল দিলীপের

সঙ্গে সঙ্গে কোনও উত্তরই দিতে চাননি সুকান্ত। কিন্তু এই বৈঠক শেষেই সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে দিলীপকে জবাব দিলেন সুকান্ত।বললেন, ‘‘শুরুতেই কারও অভিজ্ঞতা থাকে না। আমি যখন রাজ্য সভাপতি হয়েছি তখন আড়াই বছর সাংসদ থাকার অভিজ্ঞতা ছিল আর দিলীপ ঘোষ যখন সভাপতি হন তখন ছ’মাস, এক বছরের অভিজ্ঞতা ছিল।’

‘অভিজ্ঞতা’ বিতর্কে জবাব সুকান্তর, সুর বদল দিলীপের

দিলীপ অবশ্য আর ‘অভিজ্ঞতা’ লড়াই টানতে চাইছেন না। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি লেন, ‘‘আমরা একসঙ্গেই রয়েছি। পাশাপাশিই রয়েছি। আমরা মাত্র ৪২ বছর বয়সের একজনকে রাজ্য সভাপতি করেছি। যে দলের এতজন সাংসদ, বিধায়ক রয়েছেন সেই দলে এত কম বয়সের কাউকে সভাপতি করতে দেখা যায় না। অন্য দলে তো বুড়ো-হাবড়াদের সভাপতি করা হয়।’’

Most Popular