Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যজাহাঙ্গিরপুরীতে তৃণমূলের মহিলা প্রতিনিধি টিমকে আটকানোর অভিযোগ

জাহাঙ্গিরপুরীতে তৃণমূলের মহিলা প্রতিনিধি টিমকে আটকানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার : মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লির জহাঙ্গিরপুরী এলাকায় গিয়ে পুলিশি বাধার মুখে পড়ার অভিযোগ তৃণমূলের মহিলা প্রতিনিধিদের।শুক্রবার কাকলির নেতৃত্বে তৃণমূল সাংসদ শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, সাজদা আহমেদ, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’-এর সদস্য হিসেবে জহাঙ্গিরপুরী গিয়েছিলেন। হিংসাস্থলে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু পুলিশ তাঁদের সেখানে পৌঁছতেই দেয়নি বলে অভিযোগ।

জাহাঙ্গিরপুরীতে তৃণমূলের মহিলা প্রতিনিধি টিমকে আটকানোর অভিযোগ

এ বিষয়ে অর্পিতা বলেন, ‘‘জহাঙ্গিরপুরী এলাকায় পৌঁছতেই আমাদের ব্যারিকড করে ফেলা হয়। কারও সঙ্গে কথা বলতেই দেওয়া হয়নি। চারিদিকে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে।’’ তবে কাকলি জানান, ‘‘আমরা স্থানীয় এক মহিলা এবং বাচ্চাদের সহায়তায় পিছনের রাস্তা দিয়ে ঘটনাস্থলের কাছে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছি। নোট নিয়েছি। ছবিও তুলেছি।’’

Most Popular