Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যবীরভূমের দুই বিস্ফোরণের তদন্তে এনআইএ

বীরভূমের দুই বিস্ফোরণের তদন্তে এনআইএ

স্টাফ রিপোর্টার : ২০১৯ সালের বীরভূমের দুই বিস্ফোরণ-কাণ্ডের তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতেই তুলে দিল কলকাতা হাই কোর্ট।ওই দুই বিস্ফোরণ-কাণ্ড নিয়ে আদালতের পর্যবেক্ষণ, আইন অনুযায়ী এই ধরনের ঘটনা ঘটলে রাজ্যের তদন্তকারী সংস্থা একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করে এনআইএ-কে পাঠিয়ে থাকে। এর পর রাজ্যের সেই রিপোর্ট বিবেচনা করে তদন্ত করা বা না করার সিদ্ধান্ত গ্রহণ করে এনআইএ।

বীরভূমের দুই বিস্ফোরণের তদন্তে এনআইএ

কিন্তু এই ঘটনার ক্ষেত্রে এই ধরনের কোনও রিপোর্ট পাঠানো হয়নি। যে হেতু রাজ্যের তদন্তকারী সংস্থার থেকে এনআইএ-র ক্ষমতা আরও বিস্তৃত, সেই কারণে ন্যায় বিচারের স্বার্থে এই মামলার ভার এনআইএ -কে দেওয়া হল বলে জানিয়েছেন বিচারপতিরা।বৃহস্পতিবার দুই মামলার সব নথি এনআইএ-কে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত এ-ও জানিয়েছে, ওই তদন্তে রাজ্যকে সমস্ত সহযোগিতা করতে হবে।

Most Popular