Friday, March 29, 2024
Homeদেশসীমান্তে শুরু হতে চলছে ‘ইন্টারন্যাশনাল হাট’

সীমান্তে শুরু হতে চলছে ‘ইন্টারন্যাশনাল হাট’

সংবাদ সংস্থা : ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে শুরু হতে চলছে ‘ইন্টারন্যাশানাল হাট’। পশ্চিমবঙ্গের পাঁচ সীমান্তের জিরো পয়েন্টে এই হাট শুরুর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এই বাজার তৈরি করার জন্য দু’দেশেই জমি অধিগ্রহণ করা হবে। এই হাটে রাজ্যের তৈরি সামগ্রীর পাশাপাশি পাওয়া যাবে বাংলাদেশের সামগ্রীও।দুই দেশের সীমান্ত এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দারা এই বাজারে নিজেদের পণ্য বিক্রি করতে পারবেন।

সীমান্তে শুরু হতে চলছে ‘ইন্টারন্যাশনাল হাট’

নিরাপত্তার দায়িত্বে থাকবেন দু’দেশের সীমান্তরক্ষীরা। তবে প্রাথমিক ভাবে পরীক্ষমূলক প্রকল্প হিসেবেই এই ‘ইন্টারন্যাশানাল হাট’ চালুর পরিকল্পনা রয়েছে। এই নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা প্রায় চুড়ান্ত বলেও বিএসএফ সূত্রে জানা গিয়েছে।

Most Popular