Friday, March 29, 2024
HomeUncategorizedহারের ধারা অব্যাহত মুম্বাইয়ের, রাহুলের সেঞ্চুরিতে জয় লখনউয়ের

হারের ধারা অব্যাহত মুম্বাইয়ের, রাহুলের সেঞ্চুরিতে জয় লখনউয়ের

সংবাদ সংস্থা : আইপিএলে হারের ধারা অব্যাহত মুম্বই ইন্ডিয়ান্সের । এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি রোহিত শর্মার দল। শনিবার লখনউ সুপার জায়ান্টসের কাছেও হেরে গেল মুম্বই। টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০ ওভারে লখনউ করে ৪ উইকেটে ১৯৯ রান। মুম্বই থামল ৯ উইকেটে ১৮১ রানে। ১৮ রানে জিতল লখনউ।৬০ বলে ১০৩ রানের ইনিংস খেলেন রাহুল।রাহুলের ইনিংসে সাজানো ছিল ৯টি চার ও পাঁচটি ছক্কা। লোকেশ রাহুল শুরু থেকে সবার সঙ্গে পার্টনারশিপ করে গেলেন। ওপেন করতে নেমে কুইন্টন ডি ককের সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ গড়েন।

হারের ধারা অব্যাহত মুম্বাইয়ের, রাহুলের সেঞ্চুরিতে জয় লখনউয়ের

ডি কক ফেরেন ব্যক্তিগত ২৪ রানে। তার পরে মণীশ পাণ্ডের সঙ্গে জুটি বাঁধেন লোকেশ রাহুল। দলের রান যখন ১২৪, তখন ফেরেন মণীশ পাণ্ডে (৩৮)। স্টয়নিস (১০) ও দীপক হুডা (১৫) কিছু করতে না পারলেও ১৯৯ রানে পৌঁছতে সমস্যা হয়নি লখনউ সুপার জায়ান্টসের।জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা ভাল হয়নি। রোহিত শর্মা (৬) বিপজ্জনক হওয়ার আগেই ফিরে যান ডাগ আউটে। মুম্বইয়ের রান তখন মাত্র ১৬। ব্রেভিস মাত্র ১৩ বলে ৩১ রান করেন। ব্রেভিস মুম্বইয়ের ইনিংসে গতি আনেন। ব্রেভিস ফেরার কিছুক্ষণের মধ্যেই ফেরেন ঈশান কিষান (১৩)। এর পরে ইনিংস গোছানোর কাজ করেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। ব্যক্তিগত ২৬ রানে ফেরেন তিলক। সূর্যকুমার যাদব ক্রাইসিস ম্যান। তিনি কিছুটা লড়লেন। ব্যক্তিগত ৩৭ রানে ফেরেন তিনি। শেষের দিকে পোলার্ড (২৫) ও জয়দেব উনাদকড় (১৪) মারমুখী ইনিংস খেললেও শেষ হাসি তোলা ছিল লখনউয়ের জন্য।

Most Popular