Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যদেশবাসীকে একযোগে শান্তিরক্ষার বার্তা সোনিয়া-মমতা-সহ বিরোধীদের

দেশবাসীকে একযোগে শান্তিরক্ষার বার্তা সোনিয়া-মমতা-সহ বিরোধীদের

সংবাদ সংস্থা : কোনওরকম উসকানি নয়, শান্তি বজায় রাখুন। একযোগে দেশবাসীর কাছে আবেদন জানালেন বিরোধী শিবিরের শীর্ষ নেতানেত্রীরা। দেশের বিভিন্ন প্রান্তে ক্রমবর্ধমান ‘ঘৃণা ভাষণ’ নিয়ে উদ্বেগপ্রকাশ করে একটি খোলা চিঠি লিখেছে বিরোধী শিবিরের ১৩ জন নেতানেত্রী। তাৎপর্যপূর্ণভাবে এই চিঠিতে একসঙ্গে সই করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।বিরোধী শিবিরের নেতা-নেত্রীরা বলছেন,”যেভাবে খাদ্য, বস্ত্র, ভাষা, ধর্ম, উৎসব এবং সংস্কৃতিকে ব্যবহার করে শাসক শিবির আমাদের সমাজে মেরুকরণ করার চেষ্টা করে চলেছে তাতে আমরা ভীষণভাবে ব্যাথিত।

দেশবাসীকে একযোগে শান্তিরক্ষার বার্তা সোনিয়া-মমতা-সহ বিরোধীদের

সরকারের বদান্যতায় যেভাবে উসকানিমূলক ভাষণ দেওয়ার পরও অভিযুক্তরা ছাড় পেয়ে যাচ্ছে, তাতে আমরা উদ্বিগ্ন। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতাও আমাদের স্তম্ভিত করেছে।” সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের অপপ্রচার নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন বিরোধী শিবিরের নেতানেত্রীরা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজে বিভাজন তৈরির অভিযোগ তুলে সাধারণ নাগরিকদের সচেতন থেকে সম্প্রতি বজায় রাখারও আবেদন জানিয়েছেন সোনিয়া-মমতারা।

Most Popular