Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যনারী নির্যাতন রুখতে ‘উইনার্স’ টিম গঠন বারাকপুরে

নারী নির্যাতন রুখতে ‘উইনার্স’ টিম গঠন বারাকপুরে

স্টাফ রিপোর্টার : নারী নির্যাতন রুখতে কলকাতা পুলিশের ধাঁচে এবার উইনার্স টিম গঠন করল বারাকপুর পুলিশ কমিশনারেট। বিশেষ মহিলা পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা ২১। নববর্ষে দক্ষিণেশ্বর মন্দির থেকে উইনার্সের যাত্রা শুরু হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোটা বারাকপুর শিল্পাঞ্চলে উইনার্সের সদস্যরা বাইক বা স্কুটিতে চড়ে বিভিন্ন প্রান্তে টহলদারি চালাবে। বিশেষ করে ইভটিজিং, শ্লীলতাহানি, ছিনতাইয়ের মতো ঘটনাকে প্রতিহত করবে।

নারী নির্যাতন রুখতে ‘উইনার্স’ টিম গঠন বারাকপুরে

বিভিন্ন স্কুল-কলেজ চত্বরে এবং মহিলারা বিপদে পড়তে পারেন এমন সম্ভাব্য স্থানগুলিতে ঘুরবেন এই প্রমিলা বাইক বাহিনীর সদস্যরা।নারী নির্যাতনের ঘটনা ঘটলে প্রায় সঙ্গে সঙ্গেই ব্যস্ত নেবে ওই পুলিশ বাহিনী। তারাই জানাবে স্থানীয় থানাকে। উইনার্সের তৎপরতায় বারাকপুর শিল্পাঞ্চলে নারী নির্যাতন কমবে বলেই আশা। বারাকপুর শিল্পাঞ্চলের নারী এবং শিশুরাও নিরাপত্তা পাবে।

Most Popular