Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্যসিপিএমের উদ্যোগে সম্পন্ন হল হাঁসখালির নির্যাতিতার শ্রাদ্ধ

সিপিএমের উদ্যোগে সম্পন্ন হল হাঁসখালির নির্যাতিতার শ্রাদ্ধ

স্টাফ রিপোর্টার : শেষমেশ সম্পন্ন হল হাঁসখালির নির্যাতিতার শ্রাদ্ধের কাজ। বৃহস্পতিবার স্থানীয় সিপিএম নেতারা পুরোহিত আর নাপিত ডেকে এনে নির্যাতিতা নাবালিকার শ্রাদ্ধের ব্যবস্থা করলেন।বিধি মেনে মৃত্যুর দশম শ্রাদ্ধের কাজ করার কথা ভেবেছিলেন নির্যাতিতার বাবা-মা। বৃহস্পতিবারই ছিল সেই দিন। সব ব্যবস্থাও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসেন পুরোহিত হারান চক্রবর্তী (এলাকা বিশে ঠাকুর নামে পরিচিত) ও এক নাপিত। পুরোহিত বলেন, ‘‘সামান্য যজমানি করে খাই। এ বিষয়ে জড়াব না। ও সব সিবিআই-টিবিআইয়ের চক্করে পড়তে চাইছি না।

সিপিএমের উদ্যোগে সম্পন্ন হল হাঁসখালির নির্যাতিতার শ্রাদ্ধ

’’ এমন সময়েই নির্যাতিতার বাড়ির উঠোনে হাজির হন স্থানীয় সিপিএম নেতারা। এর পর তাঁরাই সমস্ত উদ্যোগ নিয়ে রানাঘাট থেকে এক জন পুরোহিত ও নাপিতকে ডেকে এনে শ্রাদ্ধের কাজ সম্পন্ন করান। এ বিষয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা নদিয়া জেলা সম্পাদক সুমিত দে বলেন, ‘‘ধর্ম নয়, এখানে মানবিকতা ও সহমর্মিতাই বড় কথা। আমরা ঠিক সেটাই করেছি।’’ শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হওয়ার পর নির্যাতিতার বাবা বলেন, ‘‘ভাগ্যিস ওরা ছিল! না-হলে মেয়ের শেষ কাজটাও করতে পারতাম না।’’এদিকে এদিনই মৃতার বাড়িতে যান কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবের ৭ প্রতিনিধি।কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবের প্রতিনিধিরা কথা বলেন মৃতার পরিবারের সঙ্গে। তারপর হাজির হন অভিযুক্তের বাড়িতে। সেখানে রীতিমতো তল্লাশি চালানো হয়।

Most Popular