Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যদেউচা পাচামিতে গলছে বরফ, দাবি পূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দেউচা পাচামিতে গলছে বরফ, দাবি পূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : দেউচা পাচামিতে প্রস্তাবিক কয়লা খনি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে গ্রামবাসীদের একাংশের চাপা ক্ষোভ ছিল। সেই প্রেক্ষিতেই একাধিক দাবি নিয়ে বুধবার নবান্নে পৌঁছেছিলেন বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর অবশ্য অনেকটাই বরফ গলল। এই আলোচনাকে স্বাগত জানিয়েছে মহাসভা।জানা গিয়েছে, মহাসভার প্রতিনিধিরা বেশ কিছু দাবি-দাওয়া রাখেন মুখ্যমন্ত্রীর কাছে।

দেউচা পাচামিতে গলছে বরফ, দাবি পূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর

যার মধ্যে অন্যতম হল মহাসভার সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যে মামলা প্রত্যাহার এবং ক্ষতিপূরণ। পাশাপাশি পাথর খনি এলাকায় মাফিয়া চক্র যারা চালাচ্ছে, তাদের গ্রেপ্তারের দাবিও করা হয়। ময়নামতীর সঙ্গে যে অন্যায় হয়েছিল, তার বিচার চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সব দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বলেন, জমি অধিগ্রহণের জন্য সেরা প্যাকেজই দেওয়া হবে।

Most Popular