Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যপার্থর তৈরি সুপারিশ কমিটি বেআইনি, হাইকোর্টে জানাল তদন্ত কমিটি

পার্থর তৈরি সুপারিশ কমিটি বেআইনি, হাইকোর্টে জানাল তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার : গ্রুপ ডি দুর্নীতি মামলায় আদালতে তদন্ত রিপোর্ট পেশ করল বিচারপতি রঞ্জিতকুমার বাগের কমিটি। সোমবার কলকাতা হাইকোর্টে পেশ করা রিপোর্টে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গঠন করা উপদেষ্টা কমিটি বেআইনি বলে জানানো হয়েছে। সঙ্গে এই দুর্নীতিতে কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহা সরাসরি যুক্ত বলে জানিয়েছে তদন্ত কমিটি।তদন্ত কমিটির তরফে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদন নিয়ে গঠিত ৫ সদস্যের উপদেষ্টা কমিটি বেআইনি।

পার্থর তৈরি সুপারিশ কমিটি বেআইনি, হাইকোর্টে জানাল তদন্ত কমিটি

এই কমিটির সদস্য কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহা সরাসরি দুর্নীতিতে যুক্ত।কমিটির রিপোর্ট বলা হয়েছে, 4 মে 2019 সালে প্যানেলের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও শান্তিপ্রসাদ সিনহা, সৌমিত্র সরকার, অশোককুমার সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য এই ভুয়ো নিয়োগের সুপারিশ তৈরি করেছিল। 609 জন প্রার্থী জানতেন যে, তাঁরা যোগ্য বিবেচিত না হওয়ার সত্ত্বেও চাকরিতে নিযুক্ত হচ্ছেন। ফলে কমিটির সদস্য ছাড়াও ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া উচিত বলে আদালতে জানিয়েছে তদন্ত কমিটি।

Most Popular