Thursday, April 25, 2024
spot_img
HomeUncategorizedভেজাল ওষুধ বিক্রি রুখতে ড্রাগ ল্যাবরেটরি করছে রাজ্য সরকার

ভেজাল ওষুধ বিক্রি রুখতে ড্রাগ ল্যাবরেটরি করছে রাজ্য সরকার

স্টাফ রিপোর্টার : ভেজাল ওষুধ বিক্রি রুখতে কঠোর পদক্ষেপ করছে রাজ্য সরকার । রাজ্যে তৈরি করা হচ্ছে ড্রাগ ল্যাবরেটরি। বৃহস্পতিবার নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ নিয়ে বৈঠকে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভেজাল ওষুধ বিক্রি বেড়ে যাচ্ছে বাজারে। বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে। এটা দিল্লির দেখার কথা, কিন্তু ওরা সেটা করছে না। তাই একটা ড্রাগ ল্যাবরেটরি করা হচ্ছে।

ভেজাল ওষুধ বিক্রি রুখতে ড্রাগ ল্যাবরেটরি করছে রাজ্য সরকার

’’একই সঙ্গে তিনি জানান, একটা রক্ষণাবেক্ষণ কমিটি তৈরি করা হয়েছে৷ করোনাকালে পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার জন্য বহু যন্ত্রপাতি কিনেছিল রাজ্য । কিন্তু বর্তমানে সেগুলির ব্যবহার হচ্ছে না। ফলে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছেই। সেই কারণেই একটা রক্ষণাবেক্ষণ কমিটি তৈরি করা হয়েছে। যন্ত্রপাতিগুলির পর্যবেক্ষণের দায়িত্বে থাকছে এই কমিটি।

Most Popular