Thursday, April 25, 2024
spot_img
Homeদেশপথ দুর্ঘটনায় মৃত্যুতে সারা বিশ্বে শীর্ষে ভারত : নীতীন গড়করি

পথ দুর্ঘটনায় মৃত্যুতে সারা বিশ্বে শীর্ষে ভারত : নীতীন গড়করি

সংবাদ সংস্থা : পথ দুর্ঘটনায় সারা পৃথিবীতে সবথেকে বেশি মৃত্যু হয় ভারতে।রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে লিখিত জবাবে এমনই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি।‘ওয়ার্ল্ড রেকর্ডস স্ট্যাটিসটিক্স ২০১৮’র সাম্প্রতিক সংখ্যা থেকে এই তথ্য তুলে ধরে পরিবহণমন্ত্রী জানিয়েছেন, সারা বিশ্বে পথ দুর্ঘটনায় হওয়া মৃত্যুতে শীর্ষস্থানে রয়েছে ভারত। দুর্ঘটনায় জখম হওয়ার পরিসংখ্যানে ভারতের স্থান তিন নম্বরে। জেনেভায় অবস্থিত ‘ইন্টারন্যাশনাল রোড ফেডারেশন’ এই তথ্য প্রকাশ করে।

পথ দুর্ঘটনায় মৃত্যুতে সারা বিশ্বে শীর্ষে ভারত : নীতীন গড়করি

২০২০ সালের পরিসংখ্যান তুলে ধরে গড়করি জানিয়েছেন, পথ দুর্ঘটনায় মৃতদের ৬৯ শতাংশের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। এছাড়া ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র তথ্যানুযায়ী, ২০২০ সালে দেশে ৩ লক্ষ ৫৪ হাজার ৭৯৬টি দুর্ঘটনা হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ২০১ জন। আহত হয়েছেন ৩ লক্ষ ৩৫ হাজার ২০১ জন।

Most Popular