Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্যচাকরিপ্রার্থীদের মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানকে ঘিরে ধুন্ধুমার

চাকরিপ্রার্থীদের মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানকে ঘিরে ধুন্ধুমার

স্টাফ রিপোর্টার: 2018 সালের টেট পাশ ট্রেন্ড নট ইনক্লুডেড প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে ধুন্ধুমার কালীঘাটে৷স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে৷ এই অভিযোগে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এই প্রার্থীরা। তাঁদের প্রধান দাবি, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 2018 সালের টেট পাস ট্রেন্ড 20 হাজার চাকরিপ্রার্থীর মধ্যে সাড়ে 16 হাজারকে চাকরি দেওয়া হবে৷

চাকরিপ্রার্থীদের মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানকে ঘিরে ধুন্ধুমার

পরবর্তী সময়ে বাকিদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে৷ সেই ঘোষণা কার্যকর করতে হবে ৷এই দাবি নিয়ে বুধবার মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন জমা দেওয়া নিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল হাজরা ও কালীঘাট থানার সামনে৷ চাকরিপ্রার্থীদের মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যেতে বাধা দেওয়া হলে, পুলিশের সঙ্গে হাতাহাতি হয় বিক্ষোভকারীদের৷

Most Popular