Friday, March 29, 2024
Homeজেলাকুলপিতে বোমাবাজিতে মৃতের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক যোগরঞ্জন হালদার

কুলপিতে বোমাবাজিতে মৃতের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক যোগরঞ্জন হালদার

সানওয়ার হোসেন, কুলপি: বুধবার কুলপির গাজিপুরে ঘর তৈরিকে কেন্দ্র করে বোমাবাজিতে নিহত হন এক ব্যক্তি।
বৃহস্পতিবার সেই নিহত কলিমুদ্দিন পাইকের বাড়িতে আসেন কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার। শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। ঘটনাস্থলও পরিদর্শন করেন।
বিধায়ককে কাছে পেয়ে পরিবারের লোকজন অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

কুলপিতে বোমাবাজিতে মৃতের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক যোগরঞ্জন হালদার

এদিন নিহতের স্ত্রীর হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন বিধায়ক। সেই সঙ্গে ওই পরিবারের ঘর ঠিক করে দেওয়া এবং পরবর্তীতে কর্মসংস্থান করে দেওয়ার আশ্বাসও দেন। পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে বলেন কর্তব্যরত পুলিশ আধিকারিককে।
এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার, সহকারী সভাপতি নাসিরুদ্দিন বলদিয়া, সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, কুলপি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রোহিতাশ্ব প্রামাণিক এবং গাজিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা।

Most Popular