Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্যশিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

স্টাফ রিপোর্টার : রাজ্যে শিক্ষকের শূন্যপদ এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিক্ষকদের শূন্যপদ নিয়ে রাজ্য বিধানসভায় শিক্ষামন্ত্রীর বিবৃতির কথা উল্লেখ করেছেন। যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ২০২২-এর শুরু পর্যন্ত রাজ্যে প্রাধমিত, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রধান শিক্ষক এবং অশিক্ষক মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৩,৫৮,৯২০।

শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

এব্যাপারে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময়ে ঘোষণার তীব্র কটাক্ষ করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, ‘রাজ্যে শিক্ষক নিয়োগ খুব দ্রুত শুরু হবে, এই আশ্বাস মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন এবং বর্তমান শিক্ষামন্ত্রীরা অনেকবার দিয়েছেন। এই কথার প্রতিফলন কেন কাজে দেখা যায় না।একদিকে যখন রাজ্যের বিভিন্ন অংশে সমাজবিরোধীদের বাড়বাড়ন্ত, ঠিক তখনই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা।’

Most Popular