Thursday, March 28, 2024
Homeরাজ্যপাহাড়ে রাজনৈতিক সমাধান সভায় এলেন না বিমল গুরুং

পাহাড়ে রাজনৈতিক সমাধান সভায় এলেন না বিমল গুরুং

স্টাফ রিপোর্টার : দার্জিলিং সফরে গিয়ে জিটিএর নির্বাচনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আপত্তি করেছিলেন বিমল গুরুং। তাঁর দাবি ছিল, আগে পাহাড়ের রাজনৈতিক সমাধান পরে জিটিএ। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তোমরা নিজেরা বলে সিদ্ধান্ত নিয়ে জানাও। সেই লক্ষ্যেই কালিম্পংয়ে শনিবার একটি সর্বদল সভা ডাকা হয়েছিল। ডেকেছিলেন মোর্চা নেতা বিমল গুরুং। আর সেই সভাতে নিজেই গরহাজির থাকলেন।

পাহাড়ে রাজনৈতিক সমাধান সভায় এলেন না বিমল গুরুং

কালিম্পঙয়ের এক বিলাসবহুল হোটেলে ‘পাহাড়ের রাজনৈতিক সমাধান’ শনিবারের আলোচনাসভায় গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে উপস্থিত ছিলেন রোশন গিরি। কিন্তু বৈঠকে বিমল ছিলেন না। দেখা মিলল না ভারতীয় গোর্খা প্রাজতান্ত্রিক মোর্চা, হামরো পার্টি , তৃণমূল। শুধু সিপিআরএম, গোর্খা রাষ্ট্রীয় কংগ্রেসের মতো কয়েকটি ছোট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। ছিল কিছু অরাজনৈতিক সংগঠনও।

Most Popular