Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যআফস্পা পুরোপুরি প্রত্যাহার না হওয়ায় খুশি নন শর্মিলা

আফস্পা পুরোপুরি প্রত্যাহার না হওয়ায় খুশি নন শর্মিলা

সংবাদ সংস্থা : নাগাল্যান্ড, মণিপুর এবং অসমের একাংশ থেকে ‘আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট’ বা আফস্পা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বার্তাকে স্বাগত জানিয়েও খুশি হতে পারছেন না মণিপুরের মেয়ে ইরম শর্মিলা চানু। তাঁর দাবি—আফস্পার সম্পূর্ণ প্রত্যাহার। ইরম শর্মিলা বলেন, ‘‘আফস্পা প্রত্যাহার নিয়ে কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত। তবে ওই আইন পুরোপুরি প্রত্যাহার না হলে স্বস্তি নেই।

আফস্পা পুরোপুরি প্রত্যাহার না হওয়ায় খুশি নন শর্মিলা

নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কাছে দাবি— কাশ্মীর, অরুণাচল, মণিপুর-সহ উত্তর-পূর্বের সমগ্র অঞ্চল থেকে আফস্পা তুলে নেওয়া হোক। বহু পুরনো এই উপনিবেশিক আইন প্রত্যাহার সময়ের দাবি। গণতান্ত্রিক দেশের নাগরিকের উপরে সশস্ত্র সেনার ক্ষমতা প্রদর্শনের অধিকার চলতে পারে না।’’ শর্মিলার মতে, ‘‘ওঁরা কেউ সন্ত্রাসবাদী নন। সবাই আমার-আপনার মতোই সাধারণ মানুষ। সেনার অত্যাচার বন্ধ হোক।’’

Most Popular