Friday, April 19, 2024
spot_img
Homeদেশএকদিনে করোনা আক্রান্ত ১,২২৫ জন, মোট করোনা রোগীর সংখ্যা কমে ১৪ হাজার

একদিনে করোনা আক্রান্ত ১,২২৫ জন, মোট করোনা রোগীর সংখ্যা কমে ১৪ হাজার

সংবাদ সংস্থা : দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আরও কমল। দেশে একদিনে করোনা আক্রান্ত হলেন এক হাজার ২২৫ জন। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। দেশে এখন ১৪ হাজার ৩০৭ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। সংখ্যাটি আগের দিনের তুলনায় প্রায় চারশো কম।দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায় এই মুহূর্তে সবার আগে রয়েছে কেরালা। তারপরেই দিল্লি, মহারাষ্ট্র এবং মিজোরাম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ জন করোনায় মারা গিয়েছেন।

একদিনে করোনা আক্রান্ত ১,২২৫ জন, মোট করোনা রোগীর সংখ্যা কমে ১৪ হাজার

তবে এদের মধ্যে ১৭ জন কেরলে আগেই মারা গিয়েছিলেন।গত বুধবার দেশে করোনা থেকে সেরে উঠেছেন এক হাজার ৫৯৪ জন। এক দিনে ছ’লক্ষ সাত হাজার ৯৮৭ করোনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ০.২০ শতাংশের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বুধবার দেশে ২২ লক্ষ ২৭ হাজার ৩০৭ জনের টিকাকরণ হয়েছে।

Most Popular