Thursday, April 18, 2024
spot_img
HomeUncategorizedদর্শক সংখ্যা বাড়ছে আইপিএলে

দর্শক সংখ্যা বাড়ছে আইপিএলে

সংবাদ সংস্থা: করোনার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অনেরক আগই সিদ্ধান্ত নিয়েছিল একটি বা দুটি শহরে গোটা টুর্নামেন্ট আয়োজন করা হবে। সেই মতই বেছে নেওয়া হয়েছে মুম্বই ও পুণেকে। টুর্নামেন্ট শুরুর আগে বর্তমান করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ২৫ শতাংশ দর্শক থাকবে গ্যালারিতে। সে ভাবেই চলছে আইপিএল। কিন্তু বর্তমানে গোটা দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রতিদিনই কমছে সংক্রমিতের সংখ্যা ও অ্যাক্টিভ কেসের সংখ্যা।

দর্শক সংখ্যা বাড়ছে আইপিএলে

এই অবস্থায় দাঁড়িয়ে মহারাষ্ট্রের মুখ্য মন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেন আইসিসি, বিসিসিআই ও মুম্বই ক্রিকেট অ্যাসোশিয়েসনের প্রাক্তন সভাপতি শরদ পাওয়ায়। তিনি মহারাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ সদস্যও বটে। শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরে দুজনেই চাইছেন এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দর্শক সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। বোর্ড রাজি থাকলেই ব্যবস্থা করতে তৈরি সরকার।

Most Popular