Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্য‘খেলা হবে’ লিখলেই বাতিল উচ্চমাধ্যমিকের উত্তরপত্র

‘খেলা হবে’ লিখলেই বাতিল উচ্চমাধ্যমিকের উত্তরপত্র

স্টাফ রিপোর্টার: মাধ্যমিকের উত্তরপত্রে বহুল ব্যবহৃত ‘খেলা হবে’ স্লোগান।বাংলাদেশের স্লোগানটি রাজ্যের গত বিধানসভা ভোটে প্রবলভাবে শোনা যায়। গোয়া, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের ভোটেও বিভিন্ন ভাষায় দেদার শোনা গিয়েছে এই স্লোগান।এবারের মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে পরীক্ষকরা অবাক। কিছু উত্তরপত্রে দেখা মিলেছে ‘খেলা হবে’ স্লোগান। উচ্চমাধ্যমিকে এর পুনরাবৃত্তি ঠেকাতে চায় সংসদ।২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

‘খেলা হবে’ লিখলেই বাতিল উচ্চমাধ্যমিকের উত্তরপত্র

দ্বাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ এই পরীক্ষার খাতায় যাতে কেউ রাজনৈতিক স্লোগান না লেখে তা নিশ্চিত করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার গাইডলাইনে বলা হয়েছে, উত্তরপত্রে কোনও অশোভন বাক্য, ছবি বা রাজনৈতিক স্লোগান লেখা যাবে না। নির্দেশ অগ্রাহ্য করলে উত্তরপত্রটি বাতিল হবে।

Most Popular