Friday, March 29, 2024
Homeরাজ্যজঙ্গি আজমল কাসভ পাকিস্তানেরই বাসিন্দা, স্বীকারোক্তি পাক মন্ত্রীর

জঙ্গি আজমল কাসভ পাকিস্তানেরই বাসিন্দা, স্বীকারোক্তি পাক মন্ত্রীর

সংবাদ সংস্থা: জঙ্গি আজমল কাসভ পাকিস্তানেরই বাসিন্দা। তার বাড়ি ফরিদকোটে বলে জানিয়েছিলেন খোদ পাক মন্ত্রী। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সামনেই স্বীকারোক্তি পাকিস্তানের অন্তর্দেশীয় মন্ত্রী শেখ রসিদের। ২৬/১১ এর সেই বীভৎস হামলার ১৪ বছর পর এই স্বীকারোক্তি পাকিস্তানের মন্ত্রীর কণ্ঠে। শেখ রসিদ অভিযোগ তুলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আজমল কাসভের পাকিস্তানের ঠিকানা ভারতকে দিয়েছিলেন।

জঙ্গি আজমল কাসভ পাকিস্তানেরই বাসিন্দা, স্বীকারোক্তি পাক মন্ত্রীর

মুম্বইয়ে ২৬/১১ এর হামলায় অন্যতম অভিযুক্ত ছিল এই আজমল কাসভ। বিচার শেষে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এর আগে পাকিস্তান বারবার কাসভের নাগরিকত্ব অস্বীকার করেছে। বুধবার খোদ পাকিস্তানের মন্ত্রীই এই আজমল কাসভের নাগরিকত্ব স্বীকার করে নিলেন।

Most Popular