Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যদার্জিলিংয়ে জনসংযোগে মুখ্যমন্ত্রী, আলাপচারিতা পর্যটকদের সঙ্গে

দার্জিলিংয়ে জনসংযোগে মুখ্যমন্ত্রী, আলাপচারিতা পর্যটকদের সঙ্গে

স্টাফ রিপোর্টার : উত্তরবঙ্গ সফরে গিয়ে মাঝেমধ্যেই জনসংযোগে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে চা খেতেও দেখা গিয়েছে তাঁকে। এবারও সেই চেনা মেজাজে ধরা দিলেন মমতা। সোমবার সকালে পায়ে হেঁটে ঘুরলেন ম্যাল, সিংমারি। কথা বললেন পর্যটক, ব্যবসায়ী, স্থানীয়দের সঙ্গে।রাস্তায় এক বৃদ্ধা মহিলা মুখ্যমন্ত্রীকে ডেকে কথা বলেন। জানান তাঁর সমস্যা, অসুস্থতার কথা।

দার্জিলিংয়ে জনসংযোগে মুখ্যমন্ত্রী, আলাপচারিতা পর্যটকদের সঙ্গে

এরপরই জেলাশাসককে তড়িঘড়ি বৃদ্ধার চিকিৎসার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পর্যটন শিল্পের সার্বিকভাবে উন্নয়নের জন্য রাজ্য সরকার ঢেলে সাজিয়েছে উত্তরবঙ্গ। কিন্তু সব কিছুর সুবিধা পাচ্ছেন তো পর্যটকরা? তা জানতে এদিন পর্যটকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।করোনাকালে দীর্ঘদিন পর্যটক শূন্য ছিল উত্তরবঙ্গ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।

দার্জিলিংয়ে জনসংযোগে মুখ্যমন্ত্রী, আলাপচারিতা পর্যটকদের সঙ্গে

আদৌ কি ব্যবসা হচ্ছে? এদিন দোকানে ঘুরে ব্যবসায়ীদের থেকে সেই খোঁজও নিলেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁদের সঙ্গে। দোকানের জিনিসপত্রও দেখেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত পর্যটক, ব্যবসায়ীরা।

Most Popular