Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যরাষ্ট্রপতি নির্বাচনে লক্ষ্য বিরোধী জোট, এপ্রিল মাসেই নয়াদিল্লিতে মমতা

রাষ্ট্রপতি নির্বাচনে লক্ষ্য বিরোধী জোট, এপ্রিল মাসেই নয়াদিল্লিতে মমতা

স্টাফ রিপোর্টার : এপ্রিল মাসে নয়াদিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ স্থির হয়নি। কিন্তু যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। আগামী জুলাই মাসে রাষ্ট্রপতি এবং উপ–রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। সেই নির্বাচনকে কেন্দ্র করেই বিরোধী আঞ্চলিক জোট তৈরি হতে চলেছে। যার মহড়া দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এপ্রিল মাসের নয়াদিল্লি সফরে।জানা গিয়েছে, একাধিক রাজনৈতিক দল চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে শক্তিশালী বিরোধী জোট তৈরি করতে।

রাষ্ট্রপতি নির্বাচনে লক্ষ্য বিরোধী জোট, এপ্রিল মাসেই নয়াদিল্লিতে মমতা

কারণ বিজেপিকে ঠেকাতে বিরোধী মুখ তিনিই। আর তার মহড়া হতে পারে আগামী জুলাই মাসের রাষ্ট্রপতি এবং উপ–রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়েই। ইতিমধ্যে সেই বার্তা এসে পৌঁছেছে কালীঘাটে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) চাইছেন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নির্বাচন করুন মমতা বন্দ্যোপাধ্যায়ই। বিজেপি বিরোধী লড়াইয়ের সেই প্রার্থীকে সমর্থন দেবে বিরোধী দলগুলি।

Most Popular