Thursday, March 28, 2024
Homeরাজ্যধর্মঘটে অফিসে হাজির না হলে শোকজ, প্রয়োজনে ব্যবস্থা, জানাল নবান্ন

ধর্মঘটে অফিসে হাজির না হলে শোকজ, প্রয়োজনে ব্যবস্থা, জানাল নবান্ন

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা আগামী ২৮ এবং ২৯ মার্চের (সোম ও মঙ্গলবার) সাধারণ ধর্মঘটের দু’দিন অফিসে হাজির হতে হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের। শনিবার নবান্নের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।অর্থ দফতরের প্রিন্সিপাল সচিব মনোজ পন্থ নির্দেশিকায় জানিয়েছেন, ধর্মঘটের দু’দিন যে কর্মীরা গরহাজির হবেন, তাঁদের শোকজ নোটিস দেওয়া হবে। নোটিসের জবাব না দিলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মঘটে অফিসে হাজির না হলে শোকজ, প্রয়োজনে ব্যবস্থা, জানাল নবান্ন

গরহাজিরার উপযুক্ত কারণ না দেখাতে পারলে অনুপস্থিতির দিনের মাইনে কেটে নেওয়া হবে।সংশ্লিষ্ট কর্মীর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া, পরিবারের কারও মৃত্যু, ২৫ মার্চের আগে থেকে অসুস্থতা, মাতৃত্বকালীন বা শিশুর পরিচর্যার জন্য নেওয়া ছুটির মতো কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া কোনও কর্মী ওই দু’দিন অনুপস্থিত থাকতে পারবেন না বলে নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Most Popular