Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্যরাজ্যে শিল্পায়নের সম্ভাবনা প্রচুর : পার্থ

রাজ্যে শিল্পায়নের সম্ভাবনা প্রচুর : পার্থ

স্টাফ রিপোর্টার : বিধানসভায় শিল্প বাজেট পেশ করার মাধ্যমে আবারও রাজ্যের শিল্প সম্ভাবনার কথা তুলে ধরলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় শিল্প বাজেট পেশ করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে এই বাজেট পেশ করার সময় উপস্থিত ছিলেন না বিরোধীরা। বিরোধীশূন্য বিধানসভায় বাজেট পেশ করেন পার্থ।পার্থ চট্টোপাধ্যায় এ দিন বলেন, আমাদের লক্ষ্য শিল্পায়নের মাধ্যমে রাজ্যে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

রাজ্যে শিল্পায়নের সম্ভাবনা প্রচুর : পার্থ

আমাদের অনেকদিনের ইচ্ছা, একটা বন্দর তৈরি করব। সেই লক্ষ্যে এ বার তাজপুর নিয়ে টেন্ডার ডাকা হয়েছে। এই বন্দরের কাজ শুরু হলে কর্মসংস্থানের চেহারা বদলে যাবে। পাশাপাশি দেউচা পাচামিতেও দেখা হচ্ছে, সেখানে সরকার প্যাকেজ ঘোষণা করেছে। এ রাজ্যে শিল্পায়নের প্রচুর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে শিল্পায়নের সম্ভাবনা আরও তৈরি করা সম্ভব হবে।

Most Popular