Tuesday, April 16, 2024
spot_img
Homeরাজ্যবাংলার মায়েদের ৯০০ কোটি টাকা থেকে বঞ্চিত করেছে কেন্দ্র, অভিযোগ অর্থমন্ত্রীর

বাংলার মায়েদের ৯০০ কোটি টাকা থেকে বঞ্চিত করেছে কেন্দ্র, অভিযোগ অর্থমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : প্রকল্পের নাম বদলের জেরে ‘বাংলার মাতৃ প্রকল্পে’ টাকা পাওয়া যাচ্ছে না। গত দু’ বছরে প্রায় ৮-৯ লক্ষ মা ৯০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছেন। বৃহস্পতিবার বিধানসভায় স্বাস্থ্য বাজেট পেশের সময় কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।বৃহস্পতিবার বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, গুজরাটের অনুকরণে কেন্দ্র এই প্রকল্পটির নাম দেয় ‘প্রধানমন্ত্রী মাত্রুবন্দনা’। তবে বাংলায় এই প্রকল্পটির নাম বদল করা হয়।

বাংলার মায়েদের ৯০০ কোটি টাকা থেকে বঞ্চিত করেছে কেন্দ্র, অভিযোগ অর্থমন্ত্রীর

‘বাংলা মাতৃপ্রকল্প’ নাম দেওয়া হয়। শুধুমাত্র তার জেরে ওই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অর্থমন্ত্রীর দাবি, “এই প্রকল্পের নাম বদলে সমস্যা কোথায়? আমরা তো মুখ্যমন্ত্রী মাতৃবন্দনা বলিনি। তাহলে কেন বাংলার মায়েদের বঞ্চিত করা হল? এটা আসলে গভীরতম ষড়যন্ত্র। কোনও শিশুর জন্ম থেকে যদি ফুসফুস কিংবা মস্তিষ্কের বিকাশ না হয় তবে মেধা কমে যাবে। তাই বাংলার মেধাকে হত্যা করারই চক্রান্ত করছে কেন্দ্র।”

Most Popular