Saturday, April 20, 2024
spot_img
Homeজেলামুখ্যমন্ত্রী আসবেন প্রমাণ লোপাট করতে, চাই এনআইএ তদন্ত, বগটুই থেকে হুঙ্কার শুভেন্দুর

মুখ্যমন্ত্রী আসবেন প্রমাণ লোপাট করতে, চাই এনআইএ তদন্ত, বগটুই থেকে হুঙ্কার শুভেন্দুর

স্টাফ রিপোর্টার : রামপুরহাটের বগটুই গ্রামে পৌঁছলেন বিজেপির প্রতিনিধি দল। বুধবার সকালে কলকাতা থেকে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা হয় বিজেপির প্রতিনিধিদল। তাঁদের মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং-সহ অন্যান্যরা। বিকেল সাড়ে চারটে নাগাদ রামপুরহাট পৌঁছন তাঁরা। তবে বগটুইয়ে ঘটনাস্থলে পৌঁছনোর বেশ কিছুটা আগেই পুলিশ ব্যরিকেড করে তাঁদের আটকে দেয়। তার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিজেপির প্রতিনিধিরা।

মুখ্যমন্ত্রী আসবেন প্রমাণ লোপাট করতে, চাই এনআইএ তদন্ত, বগটুই থেকে হুঙ্কার শুভেন্দুর

এরপর হেঁটে গ্রামে ঢোকেন তাঁরা। সেখান থেকে রাজ্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারী বলেন, “বিজেপিকে আটকানোর চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে। রাস্তায় ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে। ঘুরে ঘুরে গ্রামে আসতে হল। মুখ্যমন্ত্রী কোনও পদক্ষেপ করেননি। আগামিকাল মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে আসবেন প্রমাণ লোপাট করতে। আমরা সিবিআই, এনআইএ তদন্ত চাই। ন্যায় বিচার না হওয়া পর্যন্ত ছাড়ব না।” এদিন গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। পাশে থাকার আশ্বাস দেন তিনি।

Most Popular